কানাইঘাট নিউজ ডেস্ক:
তুরস্কের দক্ষিণাঞ্চলের মারমারিসে সাগর তীরবর্তী একটি অবকাশকেন্দ্রের পাশে
পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১
জন। বাসটি পাহাড়ী রাস্তার পাশে থাকা নিরাপত্তা বেড়া ভেঙ্গে নিচের আরেকটি
রাস্তায় গিয়ে পড়ে।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে হলুদ রঙের একটি বাস রাস্তার উপর কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। পশ্চিমের শহর ইজমির থেকে বাসটি ছেড়ে এসেছিল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। তবে কোনো বিদেশি পর্যটক ছিল না।
মুগলার গভর্নর আমরিক কিকেক বলেন, খুব সম্ভবত বাসটির ব্রেক কাজ করছিল না। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে হলুদ রঙের একটি বাস রাস্তার উপর কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। পশ্চিমের শহর ইজমির থেকে বাসটি ছেড়ে এসেছিল।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। তবে কোনো বিদেশি পর্যটক ছিল না।
মুগলার গভর্নর আমরিক কিকেক বলেন, খুব সম্ভবত বাসটির ব্রেক কাজ করছিল না। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়