Saturday, May 13

কানাইঘাট মহিলা কলেজের নতুন গভর্ণিং বডির প্রথম সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মহিলা কলেজের নবগঠিত গভর্ণিং বডির প্রথম সভা শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে গভর্ণিং বডির সভায় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, কলেজ গভর্ণিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শামীম আহমদ, কানাইঘাট পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসা, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, কানাইঘাট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন সহ কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম জোরদার এবং কলেজের সার্বিক শিক্ষার উন্নয়ন কর্মকান্ড আরো তরান্বিত কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নতি করন এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক সাংসদ কাহির চৌধুরী তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজকে আজ সরকার জাতীয়করণ করেছে। এ কলেজ আমরা প্রতিষ্ঠা করেছিলাম। কানাইঘাটের একমাত্র মহিলা কলেজের উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি কলেজের সার্বিক শিক্ষার উন্নয়নে সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়