Sunday, May 28

মেক্সিকোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন হার্নান্দেজ

মেক্সিকোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন হার্নান্দেজ

কানাইঘাট নিউজ  ডেস্ক: মেক্সিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন জাভিয়ার হার্নান্দেজ। ক্রোয়েশিয়ার হয়ে শনিবার এক প্রীতি ম্যাচে গোল করে তিনি এই রেকর্ড গড়েন।

জুনের বিশ্বকাপ বাছাইপর্ব ও কনফেডারেশন্স কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দল লস অ্যাঞ্জেলসে একে অপরের মুখোমুখি হয়েছিল। ৮৬ মিনিটে হার্নান্দেজ মেক্সিকোর হয়ে ৯০ ম্যাচে ৪৭তম আন্তর্জাতিক গোল করে এই রেকর্ড গড়েন। এর আগে মার্চে মেক্সিকো সিটিতে কোস্টা রিকার বিপক্ষে প্রথম মিনিটেই গোল করে তিনি জেয়ার্ড বোরগেত্তির ৪৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। বোরগেত্তি এই রেকর্ড করেছিলেন ৮৯ ম্যাচে।

গতকালকের গোলটি ছিল হার্নান্দেজের প্রীতি ম্যাচের ২৫তম গোল। বায়ার লিভারকুসেনের এই তারকা বিশ্বকাপ বাছাইপর্বে সাতটি, গোল্ড কাপে সাতটি, বিশ্বকাপে তিনটি, কনফেডারেশন্স কাপে তিনটি ও একটি করে কনকাকাফ কাপ ও ২০১৬ কোপা আমেরিকা শতবর্ষী আসরে গোল করেছিলেন।

অন্যদিকে বোরগেত্তি বিশ্বকাপ বাছাইপর্বে ২৩টি, নয়টি প্রীতি ম্যাচে, দুটি করে কোপা আমেরিকা ও বিশ্বকাপে, কনফেডারেশন্স কাপে তিনটি ও গোল্ড কাপে করেছেন সাতটি গোল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়