Sunday, May 14

অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, পাশের হার ৮১ শতাংশ

অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ, পাশের হার ৮১ শতাংশ

কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৭ টি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৮১ দশমিক ০৮ ভাগ।

আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh4 Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়