কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সৌদি আরবে প্রথম
রাষ্ট্রীয় সফর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সফর নিয়ে গোটা বিশ্বের মুসলমানরা
ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। বিশাল অঙ্কের অস্ত্র চুক্তি হয়েছে এ দুদেশের।
সেটা বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছে ইরান।
তবে মজার বিষয় হলো- এ সফরকালে কোনো এক সময় সৌদি বাদশাহ'র সঙ্গে চা চক্রে মিলিত হয়েছিলেন ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সে সময় অভ্যাসবসত বাম হাত দিয়েই চা পান করতে যান ট্রাম্প এবং মেলানিয়া।
তাদের বাম হাত দিয়ে চা পান করতে দেখে সৌদি বাদশাহ তাদেরকে ডান হাত দিয়ে খাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। সাথে সাথে ট্রাম্প চায়ের কাপ ডান হাতে নিয়ে নেন। তবে মেলানিয়া প্রথমে বুঝে উঠতে না পারলেও একটু পরই তার ডান হাতে থাকা বস্তু বাম হাতে নেন এবং চায়ের কাপ ডান হাতে নিয়ে চা পান করেন।
তবে মজার বিষয় হলো- এ সফরকালে কোনো এক সময় সৌদি বাদশাহ'র সঙ্গে চা চক্রে মিলিত হয়েছিলেন ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সে সময় অভ্যাসবসত বাম হাত দিয়েই চা পান করতে যান ট্রাম্প এবং মেলানিয়া।
তাদের বাম হাত দিয়ে চা পান করতে দেখে সৌদি বাদশাহ তাদেরকে ডান হাত দিয়ে খাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। সাথে সাথে ট্রাম্প চায়ের কাপ ডান হাতে নিয়ে নেন। তবে মেলানিয়া প্রথমে বুঝে উঠতে না পারলেও একটু পরই তার ডান হাতে থাকা বস্তু বাম হাতে নেন এবং চায়ের কাপ ডান হাতে নিয়ে চা পান করেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়