Friday, May 12

ধনেপাতা বেশ বিপদজনক!

ধনেপাতা বেশ বিপদজনক!


কানাইঘাট নিউজ ডেস্ক: আর ক’দিন পরেই পবিত্র মাহে রমজান।

রমজানের বিভিন্ন খাদ্যসামগ্রীতে ধনেপাতার ব্যবহার যুগ যুগ ধরে। কিন্তু কখনও কি ভেবেছেন ধনেপাতা শরীরের জন্য বিপদও ডেকে আনে।

ধনেপাতায় অনেক ঔষধি গুণাগুণের পাশাপাশি অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। যেটা মানবদেহের জন্য মোটেও সুখকর নয়।

চলুন দেখে নেয়া যাক কেনো বিপদজনক ধনেপাতা:

পেট খারাপ: খুব বেশী ধনেপাতা পাকস্থলীতে গেলে হজম ক্রিয়ার সমস্যা তৈরি করতে পারে। যার ফলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শ্বাস-প্রশ্বাসে সমস্যা: শ্বাসকষ্টের রোগীদের ধনেপাতা ছাড়তে হবে। নতুবা শ্বাস প্রশ্বাসের সমস্যা বাড়াতে পারে। যে কারণে ফুসফুসে অ্যাজমার সমস্যা হতে পারে।

নিম্ন রক্তচাপ: বেশী করে ধনেপাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড দুর্বল হয়ে যায়। ফলে নিম্ন রক্তচাপের সৃষ্টি হয়। তাই টি বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপ কমানোর জন্য ধনেপাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

লিভারে সমস্যা: অতিরিক্ত ধনেপাতা লিভারের কার্যক্ষমতাকে খারাপের দিকে প্রভাবিত করতে পারে। এতে একধরনের উদ্ভিজ তেল থাকে। যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে।

বুকে ব্যথা: অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে বুকে ব্যথা হতে পারে। এই সমস্যা অনেক সময় দীর্ঘসময়ের জন্যও হয়ে থাকে।

ত্বকের সমস্যা: ধনেপাতার অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি ত্বকে প্রবেশ করতে পারে না। ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয়। এ থেকে ত্বকের ক্যান্সার হওয়ারও সম্ভাবনাও থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়