Sunday, May 28

তামাকে কর বাড়ানোর দাবিতে চিকিৎসকদের সংহতি

তামাকে কর বাড়ানোর দাবিতে চিকিৎসকদের সংহতি

কানাইঘাট নিউজ ডেস্ক: কুমিল্লার টাউন হল এর সামনে ঢাকা আহ্ছানিয়া মিশন এর উদ্যোগে “তামাকের কর বৃদ্ধির দাবির প্রতি চিকিৎসকদের সংহতি প্রকাশ” কর্মসূচির আয়োজন করা হয়।

আজ রোববার ২৮ মে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের চিকিৎসক, গণমাধ্যম কর্মী এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন।

কর্মসূচির মধ্য দিয়ে সিগারেটের মূল্যস্তরভিত্তিক কর-প্রথা বাতিল করে প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ পরিমান, বিড়ির ট্যারিফ ভ্যালু দিয়ে প্যাকেট প্রতি খুচরা মূল্যের ৫০ শতাংশ পরিমান এবং গুল-জর্দার ক্ষেত্রে ৫০ শতাংশ পরিমান সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স বৃদ্ধির দাবী জানানো হয়।

এ ছাড়াও তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ শতাংশ নির্ধারণ ও অবিলম্বে তামাকের বিদ্যমান শুল্ক-কাঠামোর পরিবর্তে কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ণেরও দাবী জানান হয়।

কর্মসূচিতে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিব রহমান, কুমিল্লা জেরা ফ্যামিলি প্লানিং এর উপ-পরিচালক জনাব মো. মাহাবুবুল করিম, ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত আরবান প্রইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. গোলাম রসুল এবং সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার জনাব কাজী ইকরাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বাংলাদেশে জনস্বাস্থ্যের উন্নয়নের পথে বড় বাধা। আমাদের দেশে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ তামাকজাত পণ্যের ব্যবহার। গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভের ২০০৯-এর তথ্য অনুসারে বাংলাদেশে ৪৩% মানুষ তামাক সেবন করে। তামাতকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর বাংলাদেশে এক লক্ষ মানুষ মারা যায় এবং ৩,৭৮,০০০ পঙ্গুত্ব বরণ করে। তাই তামাকের ক্ষতি রোধ করা খুব জরুরি। বাংলাদেশে দিনে দিনে তামাকজাত দ্রব্য ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তামাক নিয়ন্ত্রণ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর মধ্যে একটি হচ্ছে তামাকের ওপর উচ্চ হারে করবৃদ্ধির মাধ্যমে তামাকের মূল্য বৃদ্ধি করা এবং তাহলে এটা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। এ উদ্দেশ্যকে সামনে নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন মাসব্যাপী তামাকজাত দ্রব্যের করবৃদ্ধির দাবিতে “চাইলে উন্নয়ন জনস্বাস্থ্যের, চাইলে দেশের সমৃদ্ধি, করতে হবে তামাকজাত দ্রব্যের করবৃদ্ধি’’ এই স্লোগানে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়