নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে গত রবিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুবৃত্তরা অগ্নিসংযোগ করে আগুন ধরিয়ে দিলে প্রধান শিক্ষকের রুমের রক্ষিত কিছু কাগজপত্র একটি টেবিল এবং আলমিরা ক্ষতিগ্রস্থ হয়। সোমবার সকাল বেলা স্কুল থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য সেলিম চৌধুরী স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা প্রধান শিকের রুমের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্কুলের অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহীন মাহবুব সেখানে ছুটে যান। স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান শিক্ষকের রুমের অগ্নিকান্ডের দৃশ্য সচক্ষে দেখেন তিনি । এদিকে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ ও সচেতন মহল স্কুলে অগ্নিকান্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। এদিকে কাড়াবাল্লা এলাকায় বিগত কয়েক বছরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় গ্রাম্য ভিলেজ পলিটিক্স এর কারণে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দ্যেশে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম কাড়াবাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অগ্নিসংযোগের ঘঠনাটি জেনে আগামীকাল বুধবার তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়