কানাইঘাট নিউজ ডেস্ক:
তাবলীগ জামাতের চিল্লা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২৪) নিহত
হয়েছেন। এসময় আরাফাত (২৪) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হন।
শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রানা ও আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাতের চিল্লা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশাটি সিএনবি এলাকায় পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরাফাত সেখানে চিকিৎসাধীন।
পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রানা ও আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাতের চিল্লা থেকে অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশাটি সিএনবি এলাকায় পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরাফাত সেখানে চিকিৎসাধীন।
পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়