Friday, May 12

জকিগঞ্জের ইউএনও'র চিকিৎসার জন্য কানাইঘাট প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান


নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারে আক্রান্ত বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের স্বামী জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হকের চিকিৎসার জন্য এক লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন কানাইঘাট উপজেলার কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গত বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের কার্যালয়ে চিকিৎসার জন্য অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, জৈন্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলম শাহীন, মোতাহির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, রায়গড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা সরকারী সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সেক্রেটারী রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী শিক্ষক নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে বলেন, মানব কল্যাণ হচ্ছে সবচেয়ে বড় এবাদত। মানুষের সুখ-দুঃখে এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, তার স্বামী শহিদুল হকের সু-স্বাস্থ্যের জন্য কানাইঘাট এবং জকিগঞ্জের মানুষ সব সময় তার জন্য দোয়া করছেন এবং চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তার স্বামীর সু-স্বাস্থ্য কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়