কানাইঘাট নিউজ ডেস্ক:
তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস তাদের নতুন ফোন জেনফোন ৩ জুম উন্মুক্ত করেছে।
ফোনটির স্পেসিফিকেশন হালনাগাদ করার জন্য ফোনটি নির্ধারিত সময়ের পরে
উন্মুক্ত করা হয়েছে।
উন্নত ক্যামেরার এই ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় ফিচার হিসেবে আছে ২.৩এক্স অপটিক্যাল জুম। এছাড়াও ফোনটি ছবিতে র-ফাইল ফরম্যাট সমর্থন করবে।
ফোনটির যুক্তরাষ্ট্রের সংস্করণের জন্য ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্ট-ইন স্টোরেজ আর চীনা সংস্করণের জন্য ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ রয়েছে।
ফোনটি অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে চললেও ন্যুগাট আপডেট নেয়া যাবে এই ফোনে। আর এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো- ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি।
ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ মার্কিন ডলার।
উন্নত ক্যামেরার এই ফোনটিতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় ফিচার হিসেবে আছে ২.৩এক্স অপটিক্যাল জুম। এছাড়াও ফোনটি ছবিতে র-ফাইল ফরম্যাট সমর্থন করবে।
ফোনটির যুক্তরাষ্ট্রের সংস্করণের জন্য ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্ট-ইন স্টোরেজ আর চীনা সংস্করণের জন্য ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ রয়েছে।
ফোনটি অ্যান্ড্রয়েড মার্শম্যালোতে চললেও ন্যুগাট আপডেট নেয়া যাবে এই ফোনে। আর এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো- ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি।
ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ মার্কিন ডলার।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়