Monday, May 22

কানাইঘাটে দিগন্ত বহুমুখী সমিতির সেলাই প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: দিগন্ত বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে কানাইঘাট পৌর শহরের নিউ গাউছিয়া মার্কেটের নিচ তলায় সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ২টায় উক্ত সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের শুভ উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ খাইরুজ্জামান বলেন, সমবায়ের মাধ্যমে দেশ থেকে দারিদ্রতা নির্মূল এবং মানুষের কর্মসংস্থান সম্ভব। এজন্য সমবায় সংগঠনগুলোকে এলাকার কর্মসংস্থান বৃদ্ধি এবং সেলাই প্রশিক্ষণ সহ অন্যান্য ব্যবসা বান্ধব কর্মসূচী গ্রহণ করতে হবে। তিনি দিগন্ত বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প হাতে নেওয়ায় সমিতির কার্যক্রম জোরদারের পাশাপাশি কর্মসংস্থানের পথ সুগম হবে এবং এ ধরনের মহতি কর্মকান্ড দেখে অন্যরা এগিয়ে আসবে। দিগন্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন সোহাদের সভাপতিত্বে ও শহিদুল্লাহ সিদ্দিকীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, সমবায় অফিসের অফিস জয়নাল আবেদীন, সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম আলী, নাসিমা বেগম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়