Friday, May 26

কনফেডারেশন্স কাপে পর্তুগালের দল ঘোষণা

কনফেডারেশন্স কাপে পর্তুগালের দল ঘোষণা
কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী মাসেই রাশিয়াতে শুরু হচ্ছে কনফেডারেশন্স কাপ। ইউরো জেতার পর কনফেডারেশন্স কাপ জয়ের লক্ষ্যে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস।

চারবার ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সাজানো এই দলে জায়গা পাননি শেষ ইউরোতে আলো ছড়ানো তরুণ তারকা রেনেতা সানচেজ। এছাড়াও ডাক পাননি ইউরোর ফাইনালে জয়সূচক গোল করা এ্যাডার।

পর্তুগালের দল: বেতো, হোসে সা, রুই প্যাত্রিসিও, ব্রুনো আলভেস, সেদরিক, এলিসুই, হোসে ফন্তে, লুইস নেতো, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরেইরো, আদ্রিয়ান সিলভা, আন্দ্রে গোমেজ, দানিলো পেরেইরা, হোয়াও মারিও, হোয়াও মৌতিনিয়ো, পিৎজি, উইলিয়াম, আন্দ্রে সিলভা, বারনারদো সিলভা, গেলসন মার্টিনস, রিকারদো কারেসমা, নানি, ও  ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগালের ‘এ’ গ্রুপের বাকি ৩ দল- স্বাগতিক রাশিয়া, মেক্সিকো ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ ক্যামেরুন, চিলি ও অস্ট্রেলিয়া।

১৭ জুন শুরু হবে মহাদেশীয় প্রতিযোগিতা কনফেডারেশন্স কাপ, শেষ হবে ২ জুলাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়