Monday, May 8

'আমি তো রাজমৌলির মতো পরিচালক নই'

'আমি তো রাজমৌলির মতো পরিচালক নই'

কানাইঘাট নিউজ ডেস্ক: সুরকার হিসেবে এ জীবনে জাতীয় স্বীকৃতি থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন এ আর রহমান। অস্কারের মত সম্মাননাও পেয়েছেন তিনি। তবে এবার সুরকার হিসেবে নয় পরিচালক হিসেবে দর্শকদের সামনে আসছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, তিনি ‘লে মাস্ক’ ছবিটি পরিচালনা করেছেন। পরিচালনা করতে বেশ আত্মবিশ্বাসী তিনি।

এদিকে ভারতীয় সিনেমায় তোলপড়া করা বাহুবলীর সঙ্গে 'লে মাস্ক' লড়াই করতে পারবে কি না এমন প্রশ্নে এ আর রহমান একটু অবাকই হয়েছেন।

তিনি বলেন, বাহুবলীর মতো ইতিহাস সৃষ্টি করা সিনেমার সঙ্গে তুলনা না করাই ভালো। আমি তো আর রাজমৌলির মতো পরিচালক নই।

পরিচালক রহমানের ডেবিউ ‘লে মাস্ক’ অভিনয় করেছেন নোরা আরনেজেদার, গেই বারনেট, মুনিরহি গ্রেস এবং মারিয়ান জোরাবিয়ান। ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে রোমে।

জুলিয়েট এক অনাথ শিশু। মুসকান সেন্ট যার সর্বক্ষণের সঙ্গী। জুলিয়েট আর তার সেন্ট নিয়েই এগিয়েছে ‘লে মাস্ক’ এর গল্প।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়