নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার জন গুরুত্বপূর্ণ রাস্তা সুরমা নদীর পূর্ব পারের খেয়াঘাট বাস স্ট্যান্ড হইতে ভবানীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, উক্ত রাস্তা দিয়ে পৌরসভা, সাতবাঁক ইউপি ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মানুষ যানবাহন করে যাতায়াত করতেন। কিন্তু রাস্তাটির বেহাল দশা এবং গৌরিপুর, লক্ষীপুর- সুরমা ডাইকে বিপজ্জনক ভাঙ্গন দেখা দিলে দীর্ঘদিন ধরে তারা কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনকে পৌরসভার অংশের ভাঙ্গাচুরা রাস্তার সংস্কারের জন্য এলাকাবাসী এবং পৌরসভার পাশ্ববর্তী সাতবাঁক ইউপির সর্বস্তরের মানুষ দাবী জানিয়ে আসছিলেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ উক্ত রাস্তার সংস্কার কাজ শুরু না করায় পৌরসভার ২নং ওয়ার্ডের লোকজন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলার শরিফুল হক প্রায় ২ লক্ষ টাকা সংগ্রহ করে উক্ত রাস্তার সংস্কারের কাজ শুরু করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়