Monday, May 8

দক্ষ জনশক্তি নেবে কাতার

দক্ষ জনশক্তি নেবে কাতার

কানাইঘাট নিউজ ডেস্ক: কাতারের দোহা প্যালেসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রোববার দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির এক বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

তিনি এসময় কাতারের উন্নয়নে নিয়োজিত সৎ ও কঠোর পরিশ্রমী বাংলাদেশি কর্মীর প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ-অর্ধ দক্ষ কর্মীর পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যাংকার ও ম্যানেজমেন্ট বিশেষজ্ঞের মতো দক্ষ পেশাজীবী নেবে কাতার।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সচরাচর কর্মক্ষেত্রের পাশাপাশি বাংলাদেশ চিকিৎসক, নার্স ও শিক্ষক পেশার মতো দক্ষ পেশাজীবীদের কাতারে পাঠাতে সক্ষম।

৬ মে ৩ দিনের সফরে মাহমুদ আলী কাতারে যান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-কাতারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে কাতারের পক্ষ থেকে বাংলাদেশের এলএনজি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়