Friday, April 14

গাঙ্গুলিকে কড়া জবাব ধোনির স্ত্রীর

গাঙ্গুলিকে কড়া জবাব ধোনির স্ত্রীর

কানাইঘাট নিউজ ডেস্ক:: ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। তবে বর্তমান সময় তার মোটেই ভালো যাচ্ছে না। এরই মধ্যে জাতীয় দলের অধিনায়কত্ব তার হাত থেকে দেয়া হয়েছে বিরাট কোহলির হাতে। চলতি আইপিলে তিনি যেনো একেবারেই নিস্প্রোভ।

তার এমন ব্যাটিংয়ে হতাশ হয়ে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ধোনিকে ওয়ানডে ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ''ওয়ানডে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার কি না, এ নিয়ে আমি ঠিক নিশ্চিত নই।''

তিনি আরও বলেন, ''দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে (জাতীয় দল) তার মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে। যেটা খুব একটা ভালো রেকর্ড নয় বলেই মনে হয়।''

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ধোনির সুযোগ পাওয়া উচিৎ কি না, সেই প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ''চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমি ধোনিকে নেব ঠিকই, কিন্তু ওকে রান করতে হবে।''

ধোনি সম্পর্কে গাঙ্গুলীর এমন সমালোচনার পর টুইটে ধোনির স্ত্রীর সাক্ষী বেশ ক্ষোভের সঙ্গে লিখেছেন, ''যখন একটা পাখি বেঁচে থাকে, তখন সে পিপড়ে খায়। আর পাখি মরে গেলে পিপড়ে পাখিটা খায়। সময় এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। কাউকে আঘাত করা উচিৎ নয়। আপনি আজ হয়তো ক্ষমতাবান, কিন্তু মনে রাখবেন, সময় আপনার চেয়েও ক্ষমতাশালী।''

এ থেকে স্পষ্ট ধারণা যে, গাঙ্গলির সমালোচনার জবাবেই এমন পোস্ট করেছেন ধোনির স্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়