নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাটে ভারতীয় রুপি সহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মন্টু মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আলিম উদ্দিন নামের ওই চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবি জানায়, সে বেআইনী ভাবে ভারতীয় ৪৮হাজার রুপি নিয়ে চতুল বাজার হতে যাত্রীবাহী সিএনজি যোগে সুরইঘাট বাজারে আসছিল। বড়বন্দ ৩য় খন্ডের আজির উদ্দিনের বাড়ির পাশে পৌঁছা মাত্র বিজিবি সদস্যরা যাত্রীবাহী সিএনজিটি থামানোর চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে।
এসময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশী করে ভারতীয় ৪৮হাজার রুপি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কানাইঘাট থানায় বিজিবি সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়