কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে তিন গানের ইপি অ্যালবাম অানছেন জনপ্রিয় সংগীতশিল্পী
তানজীব সারোয়ার। ‘এভাবেই’ নামের অ্যালবামটি শিগগিরই প্রকাশ করবে লেজার
ভিশন।
গানগুলোর শিরোনাম 'এভাবেই', 'তুমি বলো না' এবং 'তুই ছাড়া মোর'। এবারই প্রথম রবিউল ইসলাম জীবনের কথায় গান গাইলেন তানজীব। গানের সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
এ ব্যাপারে তানজীব সারোয়ার বলেন, 'রবিউল ইসলাম জীবন ভাই দেশের অনেক জনপ্রিয় গানের গীতিকার'। আগে থেকেই পরিকল্পনা ছিল তার সঙ্গে কাজ করার। এবার কাজ করা হলো। সব মিলিয়ে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে।
তানজীব অারো বলেন, আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। কিছুদিনের মধ্যে বড় পরিসরে অ্যালবামের একটি গানের ভিডিও প্রকাশ করা হবে।
রবিউল ইসলাম জীবন বলেন, 'এ সময়ের শিল্পীদের মধ্যে আমার পছন্দের একজন তানজীব সারোয়ার'। তার বেশ কয়েকটি গান জনপ্রিয়। প্রথমবারের মতো তার সঙ্গে প্রজেক্ট করলাম। পুরো কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত! আশা করি গানগুলোর শ্রোতাদের পহেলা বৈশাখের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।
গানগুলোর শিরোনাম 'এভাবেই', 'তুমি বলো না' এবং 'তুই ছাড়া মোর'। এবারই প্রথম রবিউল ইসলাম জীবনের কথায় গান গাইলেন তানজীব। গানের সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
এ ব্যাপারে তানজীব সারোয়ার বলেন, 'রবিউল ইসলাম জীবন ভাই দেশের অনেক জনপ্রিয় গানের গীতিকার'। আগে থেকেই পরিকল্পনা ছিল তার সঙ্গে কাজ করার। এবার কাজ করা হলো। সব মিলিয়ে ভালো একটা অ্যালবাম দাঁড়িয়েছে।
তানজীব অারো বলেন, আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। কিছুদিনের মধ্যে বড় পরিসরে অ্যালবামের একটি গানের ভিডিও প্রকাশ করা হবে।
রবিউল ইসলাম জীবন বলেন, 'এ সময়ের শিল্পীদের মধ্যে আমার পছন্দের একজন তানজীব সারোয়ার'। তার বেশ কয়েকটি গান জনপ্রিয়। প্রথমবারের মতো তার সঙ্গে প্রজেক্ট করলাম। পুরো কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত! আশা করি গানগুলোর শ্রোতাদের পহেলা বৈশাখের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়