Tuesday, April 4

কানাইঘাটে বন্যায় বিপর্যস্ত জনজীবন, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি


কানাইঘাট প্রতিনিধি :: গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কানাইঘাটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হাওরসহ গ্রামীন এলাকার সমস্ত ফসলী বোরো ধানের জমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে হাহাকার বিরাজ করছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে প্রায় ২ হাজার হেক্টরের উপরে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। অবিরাম বৃষ্টিপাতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার হাওর এলাকা ও নিম্নাঞ্চলে পানি দিন বৃদ্ধি পাওয়ায় জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। সুরমা ও লোভা নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় অনেকে বাড়ী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা তাদের এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষনার দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়