নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের স্বামী জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক এবং কানাইঘাট থেকে সদ্য বিদায়ী ইউএনও বর্তমান সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের স্বামী শহীদুল হককে ঢাকার ল্যাবএইড এবং তারেক মোহাম্মদ জাকারিয়াকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আশু রোগ মুক্তি কামনা করে বুধবার বাদ যোহর কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী বিপুল সংখ্যক মুসল্লী জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে দুই নির্বাহী কর্মকর্তার আশু সুস্থতা কামনা করেছেন বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ)আসনের এমপি সেলিম উদ্দিন,কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট বাণী ও ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুন নুর,কানাইঘাট নিউজ ডট কম এর সম্পাদক মাহবুবুর রশিদ,মিলেনিয়াম টিভির কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, সিলেটের ডাক প্রতিনিধি আলা উদ্দিন আলাই, সবুজ সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদ প্রতিনিধি শাহীন আহমদ, যুগভেরী প্রতিনিধি সুজন চন্দ অনুপ ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়