Sunday, March 19

বড়লেখা ঘুরে গেলেন কাতারের রাষ্ট্রদূত


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতর শিল্প কারখানা পরিদর্শন করেছেন কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি। রবিবার বেলা ২টার দিকে তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের মেসার্স বে-অব বেঙ্গল ও আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলীর আগর-আতর কারখানা পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমি আসলে এই বিষয়ে দক্ষ নই। বড়লেখার আগর-আতরের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কাতারের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যবসায়ীদেরকে অবহিত করব। তাঁরা এসে দেখে যাবেন। এক্ষেত্রে এই সফরগুলো দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে।’ এসময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, রাষ্ট্রদূতের দাপ্তরিক দোভাষী ও মিডিয়া অফিসার হামেদ জামিল হুসাইন, পাবালিক রিলেশন্স অফিসার আসাদুর রহমান (আসাদ), আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী, মেসার্স বে-অব বেঙ্গলের সত্ত্বাধিকারী আব্দুল কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলী, আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি বড়লেখায় এসে পৌঁছুলে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি তাঁকে অভ্যর্থনা জানান। এরপর সকাল সাড়ে ১১টায় আগর-আতর শিল্প বিষয়ে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমির সঙ্গে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার আগর-আতর শিল্পের সামগ্রীক অবস্থা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন। মতবিনিময় সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগর-আতর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সূত্র: সিলেট ভিউ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়