কানাইঘাট নিউজ ডেস্ক:
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর পাগড়ী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ মার্চ) ফুলতলী ছাহেব বাড়ি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মাওলানা গুফরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
উপস্থিত ছিলেন- লতিফিয়া এতিমখানা ফুলতলী’র সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর সাধারণ সম্পাদক হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মঞ্জলালী, লতিফিয়া এতিমখানা ফুলতলী’র ব্যবস্থাপক ফারহান আহমদ চৌধুরী রেদা।
আরো উপস্থিত ছিলেন- ইয়াকুবিয়া হিফযুল কুরআর বোর্ড এর বিভিন্ন উপজেলা কমিটির দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন হিফযুল কুরআন মাদরাসার শিক্ষকবৃন্দ। হিফয সমাপনী ২৩০ জন ছাত্রকে পাগড়ী ও সনদ দেয়া হয়। ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড এর ৪টি স্থরে (হিফয ইবতেদায়ী, হিফয মাধ্যমিক, হিফয উচ্চ মাধ্যমিক, হিফয তকমিল) মোট পরীক্ষার্থী ছিলেন ৩৮১২ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩১৫৮ জন। বৃত্তি পেয়েছেন ২৬৭ জন। পাশের হার ৮২.৮৪%। বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৩৭৫ টি। মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী’র দু’আর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।(প্রস বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়