Thursday, March 9

হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন ঐশ্বরিয়া

হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন ঐশ্বরিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সম্প্রতি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দেখা গেছে। ঐশ্বরিয়া একা নন, তার সঙ্গে ছিলেন তার স্বামী অভিষেক বচ্চন। ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।

ঐশ্বরিয়া রাইয়ের বাবাকে দেখতে তার শ্বশুর অমিতাভ বচ্চন, বন্ধু মিকি কন্ডাকটরও হাসপাতালে উপস্থিত হন। বন্ধু মিকিকে পেয়ে হাসপাতাল প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়েন ঐশ্বরিয়া।

ছবির কাজের জন্য নিউইয়র্কে ছিলেন অভিষেক। শ্বশুরের অসুস্থতার কথা শুনে সোজা মুম্বাই চলে আসেন। গত মঙ্গলবার রাতে হাসপাতালে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেককে।

ঐশ্বরিয়ার ক্যান্সার আক্রান্ত বাবা কৃষ্ণরাজ গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাকে  নিবিড় পর্যবেক্ষেণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়