নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার বাদ মাগরিব কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির ঘড়াই গ্রামের আইয়ুব আলীর বাড়ীতে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার বিষ্ফোরিত হয়ে ৮টি পাকা ও আধা-কাঁচা বসত ঘর সম্পূর্ণ ভাবে ভষ্মিভূত হয়েছে। স্থানীয় এলাকাবাসী কানাইঘাট নিউজকে জানান, গত বুধবার সন্ধ্যার দিকে হালকা ঝড়ো বৃষ্টির সময় আইয়ুব আলীর বাড়ীর পুকুরের ধারে অবস্থিত পল্লীবিদ্যুতের একটি ট্রান্সফরমারে হঠাৎ করে আগুন ধরে যায়। বৈদ্যুতিক আগুনের লেলিহান শিখা বাড়ীর আইয়ুব আলী, ফারুক আহমদ, আবুল, আজমল, ইয়াকুব আলীর বসত ঘরে ছড়িয়ে পড়লে পুরোবাড়ীতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সম্পূর্ণভাবে মালামাল সহ ৮টি বসত ঘর পুড়ে অনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ কানাইঘাট অফিসকে জানালেও ঘটনার দিন পল্লীবিদ্যুতের কেউ পরিদর্শন করতে যান নি। খবর পেয়ে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কানাইঘাট পল্লী বিদ্যুতের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা বলেন,ঘড়াইগ্রামের অগ্নিকান্ডের গঠনাটি ট্রান্সফরমার বিষ্ফোরিন নয়,আমরা গঠনাস্থল পরিদর্শন করেছি কারণ ঐ ট্রান্সফরমারটি পূর্ব থেকেই বিকল ছিলো। সম্ভবত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বিদ্যুতের তারে আগুন ধরে বসত ঘর পুড়তে পারে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়