Thursday, March 9

ফিলিপাইনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

ফিলিপাইনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা
কানাইঘাট নিউজ ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসে’কে নিয়োগ দিতে নিয়োগ কমিশন অস্বীকৃতি জানানোর মাত্র একদিন পর তার নাম ঘোষণা করা হলো।

দুতার্তের মুখপাত্র আর্নেস্তো আবেলার এক বার্তায় বলা হয়, দুতার্তে ঘোষিত ফিলিপাইনের নতুন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম এনরিক মানালো। তিনি একজন ঝানু কূটনীতিক।

আবেলা আরো জানান, দুতার্তে নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা না করা পর্যন্ত মানালো এ দায়িত্ব পালন করবেন।

মানালো হচ্ছেন ফিলিপাইনের পররাষ্ট্র সার্ভিসের অভিজ্ঞ কূটনীতিকদের অন্যতম। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পররাষ্ট্র বিভাগের নীতি নির্ধারণী বিষয়ক উপ-পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়