Friday, March 3

২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টেছে প্রিজন ভ‌্যান

২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টেছে প্রিজন ভ‌্যান

কানাইঘাট নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে একটি প্রিজন ভ‌্যান উল্টে গেছে।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়।

তিনি আরো বলেন, চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত হননি।

ওই ভ‌্যানের চালক বলেন, “ঢাল দিয়ে নামার সময় হঠাৎ গাড়ি ঝাঁকি খায়। তারপর আর কন্ট্রোল ছিল না।”

প্রিজন ভ‌্যানের নিরাপত্তার জন‌্য পেছনে থাকা পুলিশের গাড়িতে ছিলেন পরিদর্শক আক্তার জামান বলেন, “সামনে ভ‌্যানের গতি খুব বেশি ছিল না। হঠাৎ ছোট কয়েকটা ঝঁকুনি খেল বলে মনে হল। তারপর দেখি ফ্লাইওভারের পশ্চিম পাশের দেয়ালে বাড়ি খেয়ে গাড়ি পুরো ঘুরে গিয়ে উল্টে পড়ল।”

দুর্ঘটনার পর কিছু সময় ফ্লাইওভারে চলাচল বন্ধ রাখা হয়। পরে রেকার এনে ভ‌্যানটি সরিয়ে নেওয়া হয় বলে শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ জানান। 
সূত্র: বিডিলাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়