Sunday, March 5

কানাইঘাটের বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হকের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হক মারা গেছেন। উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতন পুঞ্জি গ্রামের মৃত মছদ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল হক (৭০) বার্ধক্যজনিত কারণে আজ রবিবার বিকাল ২টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন(ইন্নানিল্লাহি......রাজিউন}। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮টায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ সহ মরহুমের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা গণ এবং এলাকার সর্বস্তরের মানুষ শরীক হন। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ গ্রামের পঞ্চায়েতের কবরস্থানে দাফন করা হয়। এদিকে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হকের ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক কমান্ডার নুরুল হক প্রমুখ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুশন নানকা,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাষ্টার মহি উদ্দিন,কানাইঘাট নিউজ ডট কম-এর সম্পাদক মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়