নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে স্কুলের অভিভাবকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। স্কুল কর্তৃপক্ষ যথারীতি নির্বাচনী প্রক্রীয়া গ্রহণ করে অভিভাবক সদস্য পদের নির্বাচন করার পর অনিয়মতান্ত্রিক ভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করার জন্য অভিভাবকদের পক্ষে আবু শহিদ ও ইকবাল চৌধুরী গং পৃথক দু’টি অভিযোগ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দাখিল করেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সুমন আচার্যের কার্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ ও স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুস সালাম প্রতিদ্ধন্ধিতা করেন। স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সহ অভিভাবক সদস্য দাতাসহ ১০ জনের মধ্যে ৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সালাম ৫ ভোট এবং ফয়েজ আহমদ ৩ ভোট পান। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা না করায় এনিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে এলাকায় নানা কানাগোসা চলছে। অভিভাবকরাও দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য এ নিয়ে উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকে নিয়ে সভাপতি পদের নির্বাচন প্রক্রীয়া নিয়ে আলাপ আলোচনা করেন। একপর্যায়ে তিনি ৫ ভোট পাওয়ায় মাষ্টার আব্দুস সালামকে তার উপস্থিতিতে বিজয়ী ঘোষণা করলেও নির্বাচনের রিজাল্ট শিট বিজয়ী প্রার্থীকে দেননি। স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সচিব সাজ উদ্দিন সাজু প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তিনি সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে উপস্থিত হননি। সভা চলাকালে স্কুলের বেশ কয়েকজন অভিভাবক পৃথক দুটি দরখাস্ত নিয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন বিধি সম্মত হয়নি বলে সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্যের কাছে দাখিল করলে তিনি এব্যাপারে সভাপতি পদের নির্বাচন নিয়ে সিন্ধান্ত গ্রহণ করবেন বলে জানান। প্রসজ্ঞত যে, সুমন আচার্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়