নিজস্ব প্রতিবেদক:
মোটর সাইকেল দুর্ঘটনায় বিগত ইউপি নির্বাচনে কানাইঘাট-বড়চতুল ইউপির জাপা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সভাপতি ও উপজেলা জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক (৩৫) গুরুতর আহত হয়েছেন। সজ্ঞাহীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগে কিউএম ফররুখ আহমদ ফারুক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা যায় গত রবিবার রাত ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানা থেকে মোটর সাইকেল যোগে কানাইঘাট চতুল বাজারে ফেরার পথে পথিমধ্যে সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর ছইয়া গ্রামের সাবেক চেয়ারম্যান এনায়েত মিয়ার বাড়ীর পাশে আসামাত্র বিপরীত দিক থেকে একটি অটোরিক্সা সিএনজি থেকে দুই জন যাত্রী নেমে ফারুক আহমদের মোটর সাইকেলের সামনে পড়লে তিনি তাদের বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনার স্বীকার হন। তার স্বজনরা জানিয়েছেন, তিনি মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিওমেক হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও কানাইঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফারুক আহমদকে হাসপাতালে দেখতে যান। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন তার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। আহত ফারুক আহমদকে দেখতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে যান নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার উপদেষ্ঠা ও আজীবন সদস্য
জহিরুল ইসলাম মিশু, আহবায়ক এম ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুল হাদি পাবেল,
সদস্য সাদেকুর রহমান চৌধুরী ও জুম্মান আহমদ। এদিকে জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুকের দ্রুত সু-স্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়