Tuesday, March 7

কানাইঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়- সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সিলেট জেলার কানাইঘাট থানার অন্তর্গত লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে ঐ এলাকার সোনার খেওর মাঠ থেকে ৮০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। অভিযানে উদ্ধারকৃত বিড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩৬ হাজার টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লোভাছড়া বিওপির হাবিলদার মো. হুমায়ুন কবির। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সাঁড়াশী অভিযানের মাধ্যমে চোরাকারবারীদের খুঁজে বের করে পুলিশে সোপর্দ করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়