কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্য দু'জনের বাড়ি কানাইঘাটে বলে জানা গেছে। তারা হচ্ছেন- শিব্বির ও দুলাল । উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের বানীগ্রামের নূর উদ্দিনের পুত্র শিব্বির আহমদ (৩৫),সরদার মাটি গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র দুলাল আহমদ (২৮) ও বিয়ানীবাজার উপজেলার সুলতান আহমদ । এর মধ্যে শিব্বির অাহমদ গাছবাড়ী বাজারে রেস্টুরেন্ট ব্যবসা করেন। শুক্রবার (১০ মার্চ) বিকাল আনুমনিক ৫ ঘটিকার সময় আলী নগর ইউপির টিকরপাড়া এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়