বিনোদন ডেস্ক: বছরের
শুরুটা দীপিকা পাড়ুকোনের জন্য ছিল অসাধারণ। কারণ বছরের শুরুর সাফল্য তিনি
উদযাপন করেছেন হলিউডে। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি
দীপিকার প্রথম হলিউড সিনেমা। শোনা গেছে, হলিউড অভিষেকে অভাবনীয় সাফল্য
পাওয়ার পর দীপিকার কাছে অসংখ্য ছবির প্রস্তাব আসছে।
দীপিকা এই মুহূর্তে বলিউডে ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় লীলা বানশালির ইতিহাস ভিত্তিক ছবি ‘পদ্মাবতী’তে মূল ভূমিকায় আছেন এই নায়িকা। এই প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপিকাকে পশ্চিমা ছবির ব্যস্ততা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ৩১ বছর বয়সী নায়িকা বলেন, ‘হলিউডের নতুন কোন খবর নেই। কোন ছবির জন্য চুক্তিবদ্ধ হইনি। তবে অনেক প্রস্তাব পাচ্ছি। আর আমি এতেই খুশি।’
হৃতিক রোশন ও সোনম কাপুরের পরিবর্তে ‘ওপ্পো’ মোবাইল ফোনের নতুন মুখ হয়েছেন দীপিকা। এই ক্যামেরায় তিনি প্রথম কোন মুহূর্তটি বন্দি করতে চান, এই প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমার জীবনের প্রথম পুরস্কার পাওয়ার মুহূর্তটি আমি ধরে রাখতে চাইব। মডেলিং শুরুর প্রথম বছরেই আমি সেরা মডেলের পুরস্কার পাই। সেসময় কোন ক্যামেরা মোবাইল ফোন ছিল না। তখন আমি ব্যাঙ্গালরুতে থাকতাম। বাবার সাথে প্রথম মুম্বাই আসি ১৮ বছর বয়সে। প্রথম পুরস্কার পাওয়ার সময়টি আমি বেশ উত্তেজনায় পার করছিলাম।’
ওদিকে, শোনা যাচ্ছে হলিউডে ভিন ডিজেল এখন দীপিকার মেন্টর। তাই মেন্টরের মতামত ছাড়া দীপিকা কোনও কাজই করতে চাইছেন না। পেশাগত ব্যাপারে ভিন তাকে অনেক সাহায্য করছেন। একসঙ্গে ছবি করার কারণে তাদের সখ্যও এখন বেশ ভালো। সামনে তাদের আবারও জুটি বাঁধতে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বলিউডে ‘পদ্মাবতী’ ছাড়া আর কোনও ছবি এই মুহূর্তে হাতে নেই দীপিকার। ছবিটি নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে তার বিপরীতে আছেন শহীদ কাপুর, অদিতি রাও হায়দরি এবং রণবীর সিং। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
দীপিকা এই মুহূর্তে বলিউডে ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় লীলা বানশালির ইতিহাস ভিত্তিক ছবি ‘পদ্মাবতী’তে মূল ভূমিকায় আছেন এই নায়িকা। এই প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপিকাকে পশ্চিমা ছবির ব্যস্ততা নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ৩১ বছর বয়সী নায়িকা বলেন, ‘হলিউডের নতুন কোন খবর নেই। কোন ছবির জন্য চুক্তিবদ্ধ হইনি। তবে অনেক প্রস্তাব পাচ্ছি। আর আমি এতেই খুশি।’
হৃতিক রোশন ও সোনম কাপুরের পরিবর্তে ‘ওপ্পো’ মোবাইল ফোনের নতুন মুখ হয়েছেন দীপিকা। এই ক্যামেরায় তিনি প্রথম কোন মুহূর্তটি বন্দি করতে চান, এই প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমার জীবনের প্রথম পুরস্কার পাওয়ার মুহূর্তটি আমি ধরে রাখতে চাইব। মডেলিং শুরুর প্রথম বছরেই আমি সেরা মডেলের পুরস্কার পাই। সেসময় কোন ক্যামেরা মোবাইল ফোন ছিল না। তখন আমি ব্যাঙ্গালরুতে থাকতাম। বাবার সাথে প্রথম মুম্বাই আসি ১৮ বছর বয়সে। প্রথম পুরস্কার পাওয়ার সময়টি আমি বেশ উত্তেজনায় পার করছিলাম।’
ওদিকে, শোনা যাচ্ছে হলিউডে ভিন ডিজেল এখন দীপিকার মেন্টর। তাই মেন্টরের মতামত ছাড়া দীপিকা কোনও কাজই করতে চাইছেন না। পেশাগত ব্যাপারে ভিন তাকে অনেক সাহায্য করছেন। একসঙ্গে ছবি করার কারণে তাদের সখ্যও এখন বেশ ভালো। সামনে তাদের আবারও জুটি বাঁধতে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বলিউডে ‘পদ্মাবতী’ ছাড়া আর কোনও ছবি এই মুহূর্তে হাতে নেই দীপিকার। ছবিটি নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে তার বিপরীতে আছেন শহীদ কাপুর, অদিতি রাও হায়দরি এবং রণবীর সিং। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়