Wednesday, March 15

কানাইঘাটে ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী বলাৎকারের শিকার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তিন বখাটে কর্তৃক বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দিয়েছেন, শিক্ষার্থীর চাচা সংবাদকর্মী বাহার উদ্দিন। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা অনুমান ০৭টার দিকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির ইয়ারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মঈন উদ্দিনের পুত্র আরাফাত রহমান (১৩) স্থানীয় সীমার বাজার থেকে কেনাকাটা করে বাড়ী ফেরার পথে পথিমধ্যে মিরারচটি গ্রামের পশ্চিমে অবস্থিত একটি পরিত্যক্ত রাইসমিলে এলাকার চিহ্নিত বখাটে স্থানীয় গর্দনাকান্দি গ্রামের নুরুল হকের পুত্র জয়নাল (২৩), একই গ্রামের ছিফত উল্লার পুত্র জুবের (২২), সমছুর উদ্দিনের পুত্র ফখরুল ইসলাম (২১), স্কুল শিক্ষার্থী আরাফাত রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত রাইস মিলে নিয়ে যায়। সেখানে তাকে প্রাণ নাশের ভয় দেখিয়ে বখাটে জয়নাল, জুবের, ফখরুল ইসলাম জোরপূর্বক ভাবে বলাৎকার করে, আরাফাত রহমানের একটি মোবাইল সেটও নিয়ে যায়। পরে ঐ শিক্ষার্থী আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যান। পরে তার স্বজনরা আরাফাত রহমানকে স্থানীয় গাছবাড়ী বাজারে একটি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা বাহার উদ্দিন বাদী হয়ে বুধবার এ তিন বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, অভিযুক্ত বখাটেরা এলাকায় সব সময় শিক্ষার্থীদের নানা ভাবে উত্যক্ত করে থাকে। তারা সব সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়