নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা বর্তমান সদস্য সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরীকে কলেজ গভর্নিং বডি এবং স্টাফ কাউন্সিল ও শিক্ষার্থীদের পক্ষথেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গত ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আব্দুল কাহির চৌধুরীর হাতে ক্রেষ্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ শামছুল আলম মামুন, উপাধ্যক্ষ লোকমান হোসেন, কলেজের জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মঈনুল হক চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক ইবাদুর রহমান, সুব্রত কুমার বর্ধন, মোঃ ইয়াহইয়া, অলিউর রহমান সহ অন্যান্যে বিভাগের অধ্যাপক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। ক্রেষ্ট প্রদান কালে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাহির চৌধুরী বলেন, যে মহতি উদ্যোগ গ্রহন করে আমরা সবাই মিলে কানাইঘাট কলেজ প্রতিষ্ঠা করে ছিলাম সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। কলেজকে সরকার জাতীয় করণ করেছে। আজ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এই কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশ ও জাতীর সেবা করে যাচ্ছেন। কলেজের ভাবমুর্তি আরো উজ্জ্বল করতে তিনি শিক্ষক মন্ডলীকে আন্তরিকতার সহিত পাঠদান এবং কলেজের সুনাম বয়ে আনার শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়