Wednesday, March 15

ক্যারিবিয়দের বিপক্ষে পাকিস্তান দলে শেহজাদ-কামরান

ক্যারিবিয়দের বিপক্ষে পাকিস্তান দলে শেহজাদ-কামরান

কানাইঘাট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার আহমেদ শেহজাদ। এদিকে অভিজ্ঞ কামরান আকমলও পিএসএলের সুবাদে দলে সুযোগ পেয়েছেন। স্কোয়াডে বেশ কয়েকজন নতুন মুখও অাছে।

এদিকে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছেন আজহার আলী। গত সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কও ছিলেন আজহার আলি। চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। এরপর সমালোচনার তীরে বিদ্ধ হয়ে পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান আজহার।

তার পরিবর্তে নেতৃত্বের ভার অর্পিত হয় সরফরাজ আহমেদের কাঁধে। ৬ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয় সফরে ৪টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলবে পাকিস্তান।

ওয়ানডে দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফাখর জামান, আসিফ জাকির, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, জুনায়েদ খান ও মোহাম্মদ আসগর।

টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ফাখর জামান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, রুম্মন রয়েস ও উসমান খান শেনওয়ারি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়