Friday, March 24

বিমানবন্দরে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১

বিমানবন্দরে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১
কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর আশকোনার হাজি ক্যাম্প–সংলগ্ন পুলিশ বক্সের কাছে পুলিশের তল্লাশিচৌকিতে ‘আত্মঘাতী’ হামলার ঘটনা ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের বিশেষ শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ‘পুলিশ বক্সের বাইরে একটি বোমা হামলা হয়েছে। এতে হামলাকারী নিহত হয়েছেন। আর কারও হতাহতের খবর পাইনি।’
সূত্র:  বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়