Tuesday, March 7

পাথর কোয়ারী ও বিপজ্জনক পর্যটন স্থান সমূহে অনাকাংখিত দুর্ঘটনা এড়াতে কানাইঘাটে সচেতনা মূলক সভা


নিজস্ব প্রতিবেদক: পাথর কোয়ারী বিপজ্জনক পর্যটন স্থান সমূহে অনাকাংখিত দূর্ঘটনা রোধকল্পে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা মূলক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে উক্ত সচেতনতা মূলক সভায় কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে অনাকাংখিত দূর্ঘটনা এড়াতে পাথর কোয়ারীর ইজারাদার, ব্যবসায়ী সমিতি, শ্রমিক সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম তার বক্তব্যে বলেন, লোভাছড়া পাথর মহাল থেকে ইজারার শর্ত মেনে পাথর উত্তোলন করতে হবে। কোয়ারী এলাকায় পাথর উত্তোলন করতে গিয়ে যাতে করে কোন ধরনের প্রাণ হানির ঘটনা না ঘটে এবং শ্রমিকদের সু-রক্ষা দিতে ইজারাদার ও ব্যবসায়ীদের দায় দায়িত্ব নিতে হবে। সভায় বিভিন্ন জনের বক্তব্যের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, আমরা পাথর কোয়ারীর ইজারার শর্তের কাগজপত্র পাইনি। ইতিমধ্যে আমি পাথর কোয়ারী এলাকা পরিদর্শন করেছি। সেখানে কোন ধরনের বেআইনী কর্মকান্ড করতে কাউকে দেয়া হবে না। পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকান্ড আমরা প্রতিরোধ করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সভায় পাথর কোয়ারী এলাকায় অনাকাংখিত দুর্ঘটনা রোধে কোয়ারী এলাকায় উপজেলা প্রশাসনের মনিটরিং টিম, মোবাইল কোর্ট পরিচালনা, পাথর শ্রমিকদের নিয়ে কোয়ারী এলাকায় সচেতনতা মূলক সমাবেশ এবং ইজারার শর্ত মেনে পাথর উত্তোলনের জন্য বিভিন্ন মতামত তুলে ধরলে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সে আলোকে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য্যরে পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, লোভাছড়া পাথর মহালের ইজারাদার জেলা আ’লীগ নেতা সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পাথর ব্যবসায়ী মানিক উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। সভায় পাথর মহালের ইজারাদার মস্তাক আহমদ পলাশ বলেন, ইজারার শর্ত মেনে কোয়ারী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। পাথর কোয়ারীর ইজারার জায়গা ডিমার্গেশন করে চিহ্নিত না করায় তিনি আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাথর ব্যবসায়ীরা কোয়ারী এলাকায় দুর্ঘটনা এড়াতে নিয়ম কানুন মেনে পাথর উত্তোলন করবেন বলে অঙ্গীকার করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়