কানাইঘাট নিউজ ডেস্ক:
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক করণ জোহর। বলিউডে তার কাছের বন্ধু
হিসেবে শাহরুখ খান, কাজল ও ফারাহ খানের নামই সবার আগে আসে। তবে কাজলের
সঙ্গে এখন সর্ম্পক না থাকলেও বাকি দুজনের সঙ্গে তার বন্ধুত্ব অটুট রয়েছে।
কিন্তু করণের বাবা হয়ার খবরে শুভেচ্ছা জানাননি কিং খান!
সারোগেশনের মাধ্যমে ‘যশ’ ও ‘রুহি’ নামের এক ছেলে ও মেয়ে সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। এ মুহূর্তে সন্তানের বাবা হয়ে আলোচনায় রয়েছেন করণ জোহর। বলিউডের প্রায় সব তারকাই অভিনন্দন জানিয়েছেন করণকে। কিন্তু বন্ধু শাহরুখ খানের কাছ থেকে এখনো আসেনি কোনো অভিনন্দন বার্তা! আর সেই কারণ জানালেন শাহরুখ নিজেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা পোশাকে ‘মিজওয়ান চ্যারিটি ফ্যাশন শো’-র মঞ্চে হেঁটেছেন শাহরুখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “করণ জোহরের বাবা হওয়ার খবরে আমি খুবই আনন্দিত। তবে আমি মনে করি এ সময়টি খুবই স্পর্শকাতর তার জন্য তাকে আমাদের প্রাইভেসি দেয়া উচিত। আমি নিজে এমন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি তাই আমি জানি করণের এখন কেমন লাগছে।”
শাহরুখ আরও বলেন, “আমি করণের এ সিদ্ধান্তকে সম্মান জানাই। সকলেই উচত সেটিই করা। এ মুহূর্তে তাকে ঘটা করে অভিনন্দন জানানোর চেয়ে মানসিকভাবে তাকে সমর্থন করাটা বেশি জরুরি বলে আমি মনে করি।”
বছর তিনেক আগে একই পদ্ধতিতে আব্রাহাম নামের একটি সন্তানের জন্ম দিয়েছেন শাহরুখ।
সারোগেশনের মাধ্যমে ‘যশ’ ও ‘রুহি’ নামের এক ছেলে ও মেয়ে সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। এ মুহূর্তে সন্তানের বাবা হয়ে আলোচনায় রয়েছেন করণ জোহর। বলিউডের প্রায় সব তারকাই অভিনন্দন জানিয়েছেন করণকে। কিন্তু বন্ধু শাহরুখ খানের কাছ থেকে এখনো আসেনি কোনো অভিনন্দন বার্তা! আর সেই কারণ জানালেন শাহরুখ নিজেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা পোশাকে ‘মিজওয়ান চ্যারিটি ফ্যাশন শো’-র মঞ্চে হেঁটেছেন শাহরুখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “করণ জোহরের বাবা হওয়ার খবরে আমি খুবই আনন্দিত। তবে আমি মনে করি এ সময়টি খুবই স্পর্শকাতর তার জন্য তাকে আমাদের প্রাইভেসি দেয়া উচিত। আমি নিজে এমন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি তাই আমি জানি করণের এখন কেমন লাগছে।”
শাহরুখ আরও বলেন, “আমি করণের এ সিদ্ধান্তকে সম্মান জানাই। সকলেই উচত সেটিই করা। এ মুহূর্তে তাকে ঘটা করে অভিনন্দন জানানোর চেয়ে মানসিকভাবে তাকে সমর্থন করাটা বেশি জরুরি বলে আমি মনে করি।”
বছর তিনেক আগে একই পদ্ধতিতে আব্রাহাম নামের একটি সন্তানের জন্ম দিয়েছেন শাহরুখ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়