Friday, March 17

মাহা-বিয়ানীবাজার ক্রীড়া সংস্থা ফুটবল টুর্ণামেন্টে আগামীকাল কানাইঘাট খেলবে বিয়ানীবাজার মোহামেডানের সাথে


নিজস্ব প্রতিবেদক: মাহা-বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্ণামেন্টের আগামীকালকের(শনিবার) খেলায় অংশ নেবে কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশ। বিকেল ৩টায় স্থানীয় পিএইচজি মডেল হাইস্কুল মাঠে খেলায় বিয়ানীবাজার মোহামেডানের সাথে মুখোমুখি হবে কানাইঘাট বহুমুখী ফুটবল একাদশ। উভয় দলে স্থানীয় খেলোয়াদের পাশাপাশি জাতীয় দলের ফুটবলাররা অংশ নেবে। প্রসঙ্গত যে,মাহা-বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১৫ মার্চ বুধবার থেকে মাঠে গড়ায় ফুটবলের এ আসরটি। টুর্ণামেন্টটিতে অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের ১৬টি ফুটবল দল। নকআউট পর্বের ময়দানি লড়াই শেষে ৮টি দল খেলবে কোয়ার্টার ফাইনাল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়