Sunday, March 19

পাকিস্তানের ৩৮ বছরের রেকর্ড ভাঙলো বাংলাদেশ

পাকিস্তানের ৩৮ বছরের রেকর্ড ভাঙলো বাংলাদেশ

কানাইঘাট নিউজ ডেস্ক: সর্বশেষ শততম টেস্ট ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। সেটাও আজ থেকে প্রায় ৩৮ বছর আগে। এবার শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৪ উইকেটে হারিয়ে শততম টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ।

১৯৭৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭১ রানে হারিয়েছিল পাকিস্তান। মজিদ খানের সেঞ্চুরি ও সরফরাজ নেওয়াজের অসাধারণ বোলিংয়ে জয় পায় পাকিস্তান। মজিদ খান করেছিলেন ১০৮ রান। অন্যদিকে সরফরাজ বল হাতে নিয়েছিলেন ৯ উইকেট। অবশিষ্ট ১ উইকেট কাটা পড়েছিল রান আউটে।

এর আগে ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল নিজেদের মাটিতে। জ্যামাইকার সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারায় ১৭৯ রানের বড় ব্যবধানে। ম্যাচে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন স্যার ওয়েস হল।

অস্ট্রেলিয়া অবশ্য সবার আগে শততম টেস্ট ম্যাচে জয় পায়। ১৯১২ সালে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ইনিংস ও ৮৮ রানে জয় পায় অসিরা। ব্যাট ও বল হাতে দূর্দান্ত ছিলেন চার্লস কেলেওয়ে। প্রথমে ব্যাট হাতে ১১৪ রান এবং পরবর্তীতে বল হাতে ৫ উইকেট নেন কেলেওয়ে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়