Friday, March 3

থাইল্যান্ডে বন্দুক হামলায় ৩ সৈন্য নিহত

থাইল্যান্ডে বন্দুক হামলায় ৩ সৈন্য নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: থাইল্যান্ডের গোলযোগপূর্ণ ‘দক্ষিণ প্রান্তে’ একটি ব্যস্ততম সন্ধ্যাকালীন বাজারে বন্দুক হামলায় তিন সৈন্য নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে।

থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তের প্রদেশটিতে মালয় মুসলিম বিদ্রোহীরা ১৩ বছর ধরে বৌদ্ধ-প্রধান সরকারের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৮শ’র বেশি প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা সাদা পোশাকের ওই তিন সৈন্যকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সৈন্যরা পাত্তানি প্রদেশের মায়ো জেলার ওই নৈশ বাজারে টহল দিচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মায়ো থানার ক্যাপ্টেন মুহাম্মদ মাদওয়াং বলেন, ‘সাত থেকে আটজন বন্দুকধারী এ হামলা চালায়।’

তিনি আরো বলেন, ‘সৈন্যরা আত্মরক্ষা বা পাল্টা গুলি চালানোর সুযোগ পাননি। তারা ঘটনাস্থলেই নিহত হন।’
এই হামলার জন্য জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে বলে তিনি জানান।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বন্দুকধারীদের গ্রেফতারের জন্য ১৪ হাজার মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় একই সময় জেলার অন্য এক স্থানে ৪৪ বছর বয়সী এক মুসলিমকে হত্যা করা হয়েছে।
এর আগে আট বছর বয়সী এক বালকসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। দুর্গম রাস্তা দিতে স্কুলের যাওয়ার পথে তাদের ওপর হামলা চালানো হয়। সূত্র: বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়