কানাইঘাট নিউজ ডেস্ক:
নতুন ডুডলের মাধ্যমে বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন
উদযাপন করে গুগল। আজ আন্তর্জাতিক নারী দিবসেও এর ব্যতিক্রম হয়নি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের মূল্য ও মর্যাদার প্রতি সম্মান জানাতে ভুল করেনি প্রযুক্তি জায়ান্ট গুগল। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন ডুডল দিয়ে সাজিয়েছে তাদের সার্চ ইঞ্জিন হোম পেইজ।
নতুন ডুডলে তুলে ধরা হয়েছে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীর নারীদের প্রতীকী ছবি। ডুডলটিতে রাখা হয়েছে শেয়ারের সুবিধা। যে কেউ চাইলে তা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। জানাতে পারবেন নারী দিবসের শুভেচ্ছা।
নারী অধিকার রক্ষায় অবিস্মরণীয় ১৩ জন নারীর জীবন কাহিনী উঠে এসেছে গুগলের এই ডুডলে। ভারতীয় নৃত্যশিল্পী রুমকিনি দেবীও আছেন গুগলের এই ডুডলে।
আমেরিকান সাংবাদিক ও মানবাধিকারকর্মী ইদা ওয়েলস, মেক্সিকান আর্টিস্ট ফ্রিদা, ইতালিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান স্থাপত্যশিল্পী লিনা বো বারদো, সোভিয়েন বিজ্ঞানী ওলগা স্কর্কদোভা, দক্ষিণ আফ্রিকান শিল্পী মিরিয়াম, আমেরিকান নভোচারী স্যালি রাইডসহ ডুডলে স্থান পেয়েছেন মোট ১৩ জন।
নারী দিবস পালন শুরু হয় ১৯০৮ সালের ৩ মে। সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চকে নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের মূল্য ও মর্যাদার প্রতি সম্মান জানাতে ভুল করেনি প্রযুক্তি জায়ান্ট গুগল। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটি নতুন ডুডল দিয়ে সাজিয়েছে তাদের সার্চ ইঞ্জিন হোম পেইজ।
নতুন ডুডলে তুলে ধরা হয়েছে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীর নারীদের প্রতীকী ছবি। ডুডলটিতে রাখা হয়েছে শেয়ারের সুবিধা। যে কেউ চাইলে তা ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। জানাতে পারবেন নারী দিবসের শুভেচ্ছা।
নারী অধিকার রক্ষায় অবিস্মরণীয় ১৩ জন নারীর জীবন কাহিনী উঠে এসেছে গুগলের এই ডুডলে। ভারতীয় নৃত্যশিল্পী রুমকিনি দেবীও আছেন গুগলের এই ডুডলে।
আমেরিকান সাংবাদিক ও মানবাধিকারকর্মী ইদা ওয়েলস, মেক্সিকান আর্টিস্ট ফ্রিদা, ইতালিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান স্থাপত্যশিল্পী লিনা বো বারদো, সোভিয়েন বিজ্ঞানী ওলগা স্কর্কদোভা, দক্ষিণ আফ্রিকান শিল্পী মিরিয়াম, আমেরিকান নভোচারী স্যালি রাইডসহ ডুডলে স্থান পেয়েছেন মোট ১৩ জন।
নারী দিবস পালন শুরু হয় ১৯০৮ সালের ৩ মে। সেই সময় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চকে নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়