কানাইঘাট নিউজ ডেস্ক: সবকিছু ঠিকথাক থাকলে, আগামী বছরই চাঁদের মাটিতে পা দিতে চলেছে ভারত। চাঁদে নামার জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি।
ভারতের আইএসআরও জানিয়েছে, দ্বিতীয় চন্দ্রাভিযানের তোড়জোড় শুরু করেছে ভারত। আগামী বছরের প্রথম দিকে চন্দ্রযান টু রওনা দিতে পারে চাঁদের দিকে। কিরণকুমারের কথায়, চন্দ্রযান টু-তে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি বিশেষ অরবিটার মহাকাশযান থাকবে।
পাশপাশি, চাঁদের মাটিতে নামার জন্য একটি বিশেষ ল্যান্ডারও থাকবে। সেই সঙ্গে চাঁদের মাটিতে ঘোরাফেরা করার জন্য একটি রোভার মহাকাশযানও থাকবে।
দেশীয় প্রযুক্তিতেই ওই মহাকাশযান তৈরি করছে আইএসআরও। চন্দ্রাভিযানে গেলে, যাতে কোনোরকম সমস্যায় না পড়তে হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। চন্দ্র জয়ের লক্ষ্যেই পাঠানো হবে চন্দ্রযান টু। আর তাই, এখন শুধু সময়ের অপেক্ষা। মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে আরও একটা পালক যোগ।
ভারতের আইএসআরও জানিয়েছে, দ্বিতীয় চন্দ্রাভিযানের তোড়জোড় শুরু করেছে ভারত। আগামী বছরের প্রথম দিকে চন্দ্রযান টু রওনা দিতে পারে চাঁদের দিকে। কিরণকুমারের কথায়, চন্দ্রযান টু-তে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি বিশেষ অরবিটার মহাকাশযান থাকবে।
পাশপাশি, চাঁদের মাটিতে নামার জন্য একটি বিশেষ ল্যান্ডারও থাকবে। সেই সঙ্গে চাঁদের মাটিতে ঘোরাফেরা করার জন্য একটি রোভার মহাকাশযানও থাকবে।
দেশীয় প্রযুক্তিতেই ওই মহাকাশযান তৈরি করছে আইএসআরও। চন্দ্রাভিযানে গেলে, যাতে কোনোরকম সমস্যায় না পড়তে হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। চন্দ্র জয়ের লক্ষ্যেই পাঠানো হবে চন্দ্রযান টু। আর তাই, এখন শুধু সময়ের অপেক্ষা। মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে আরও একটা পালক যোগ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়