Wednesday, March 15

হুমায়ূন আহমেদের ‘দেবী’তে চঞ্চল-জয়া

হুমায়ূন আহমেদের ‘দেবী’তে চঞ্চল-জয়া
কানাইঘাট নিউজ ড ডেস্ক: নন্দিত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’তে এই প্রথম একসঙ্গে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

চঞ্চল চৌধুরী জানিয়েছেন, এতে অভিনয় করছেন তিনি। চঞ্চল আরও জানালেন ‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলি চরিত্রে অভিনয় করছি।’

তবে এ চলচ্চিত্রে রানু চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। এছাড়া ‘দেবী’তে তার স্বামী আনিসের চরিত্রে অভিনয় করছেন নির্মাতা অনিমেষ আইচ।

সরকারি অনুদানের পাশাপাশি ছবিটির প্রযোজক হিসেবে আছেন জয়া আহসান। ‘দেবী’র অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন শবনম ফারিয়া, ইরেশ যাকেরসহ আরও অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়