Wednesday, March 8

জন আব্রাহামের সিনেমায় তামান্না

জন আব্রাহামের সিনেমায় তামান্না
কানাইঘাট নিউজ ডেস্ক: 'চোর নিকাল কে ভাগা' নামের বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এটিতে নায়ক থাকবেন বলিউড অভিনেতা জন আব্রাহাম, ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। এটি পরিচালনা করবেন অমর কৌশিক।

সিনেমায় প্রধান চরিত্রে জন অভিনয় করলেও তামান্না তার বিপরীতে অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। কারণ ছবিটিতে আরেকটি প্রধান চরিত্র রয়েছে। যার বিপরীতে তামান্না জুটিবদ্ধ হবেন। তবে ওই চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও প্রকাশ করা হয়নি।

জন আব্রাহামকে সর্বশেষ 'ফোর্স ২' ছবিতে অভিনয় করতে দেখা গেছে। অপরদিকে তামান্না এখন 'বাহুবলী ২' ছবির মুক্তির অপেক্ষা করছেন। 'চোর নিকাল কে ভাগা' ছবিতে তিনি একজন এয়ারহোস্টেসের চরিত্রে অভিনয় করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়