কানাইঘাট নিউজ ডেস্ক: উত্তর
কোরিয়ার বিরুদ্ধে মালয়েশিয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে কিম জং ন্যামের
হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক রি জং চল। উত্তর কোরিয়ার এই নাগরিক
জানান, ‘মালয়েশিয়া পরিকল্পিতভাবে উত্তর কোরিয়ার সম্মানহানির জন্য কাজ করছে।
আর তার অংশ হিসেবে আটক করা হয়েছে আমাকে।’
শুক্রবার মালয়েশিয়া থেকে তাকে ফেরত পাঠানোর পর বেইজিংয়ে উত্তর কোরীয় দূতাবাসের বাইরে তিনি এমন মন্তব্য করেন।
ন্যাম হত্যায় জড়িত রয়েছে সন্দেহে উত্তর কোরিয়ার নাগরিক রি জং চলকে আটক করেছিল মালয়েশিয়া পুলিশ। রি জং চল স্বীকার করেন, তিনি একজন রসায়ন বিশেষজ্ঞ। তিনি মালয়েশিয়ায় কাজ করেন। কিন্তু যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত রি জংকে মুক্ত করে মালয়েশিয়া থেকে বের করে দেয়া হয়।
রি জং বলেন, মিথ্যা অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছিল। মালয়েশিয়া জোর করে তার কাছ থেকে জবানবন্দি আদায়ের চেষ্টা করছিল। আমি যদি সবকিছু স্বীকার করে নিতাম তাহলে তারা আমাকে মালেশিয়ায় সুস্থ্য জীবন যাপনের সুযোগ দেওয়ার কথা বলেছিল। কিন্তু যখন আমাকে ছেড়ে দিল তখন আমি বুঝতে পারি এটা একটা ফাঁদ, আমার দেশের সম্মানহানি করার।
সূত্র: বিবিসি।
শুক্রবার মালয়েশিয়া থেকে তাকে ফেরত পাঠানোর পর বেইজিংয়ে উত্তর কোরীয় দূতাবাসের বাইরে তিনি এমন মন্তব্য করেন।
ন্যাম হত্যায় জড়িত রয়েছে সন্দেহে উত্তর কোরিয়ার নাগরিক রি জং চলকে আটক করেছিল মালয়েশিয়া পুলিশ। রি জং চল স্বীকার করেন, তিনি একজন রসায়ন বিশেষজ্ঞ। তিনি মালয়েশিয়ায় কাজ করেন। কিন্তু যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত রি জংকে মুক্ত করে মালয়েশিয়া থেকে বের করে দেয়া হয়।
রি জং বলেন, মিথ্যা অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছিল। মালয়েশিয়া জোর করে তার কাছ থেকে জবানবন্দি আদায়ের চেষ্টা করছিল। আমি যদি সবকিছু স্বীকার করে নিতাম তাহলে তারা আমাকে মালেশিয়ায় সুস্থ্য জীবন যাপনের সুযোগ দেওয়ার কথা বলেছিল। কিন্তু যখন আমাকে ছেড়ে দিল তখন আমি বুঝতে পারি এটা একটা ফাঁদ, আমার দেশের সম্মানহানি করার।
সূত্র: বিবিসি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়