Friday, March 17

বিরোধ নিরসনে খালেদা জিয়ার তাগিদ

বিরোধ নিরসনে খালেদা জিয়ার তাগিদ

কানাইঘাট নিউজ ডেস্ক: দলের অভ্যন্তরে ভেদাভেদ ভুলে সব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান খালেদা। আগামী বুধবার (২২ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে খালেদা জিয়ার এ বৈঠক।

কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, মো. আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, কর আইনজীবী ফোরামের সহ-সভাপতি একেএম নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অর্ধশতাধিক কর আইনজীবী উপস্থিত ছিলেন। 
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়