নিজস্ব প্রতিবেদক:
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউপি আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে ও দিঘীরপার পুর্ব ইউনিয়ন আনসার দলনেতা বসির উদ্দিন চৌধুরী’র পরিচালনায় উক্ত আনসার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা আনসার বিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ আহমদ, দিঘীরপার পুর্ব ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মুন্সি আবুল হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য রমিজ উদ্দিন, আনসার দলনেতা সুলতান আহমদ, মহিলা আনসার দলনেত্রী রিনা বেগম, জাহানারা বেগম প্রমূখ। ৩নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের তালিকাভুক্ত ১১৪৯ জন আনসার সদস্যদের উপস্থিতিতে সমাবেশে সভাপতির বক্তব্যে ৩নং দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আলী হোসেন কাজল বলেন, আনসার সদস্যরা গ্রাম-গঞ্জের আইন শৃংখলার উন্নয়নে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী সহ ইউনিয়ন পরিষদকে সহযোগীতা করে থাকেন। পাশাপাশি আনসার সদস্যরা রাষ্ট্রের নিরাপত্তা রা ও সকল নির্বাচনে নিষ্টার সাথে দায়িত্ব পালন করে থাকেন। তাই আনসার সদস্যদের জিবন মানের উন্নয়ন একান্ত প্রয়োজন। ইউনিয়নের আইন শৃংখলা রা এবং অপরাধীদের তথ্য প্রদান এবং জনগনের
জানমালের নিরাপত্তা রা করার জন্য আনসার সদস্যদের আরো আন্তরিকথার সহিত দায়িত্ব পালনের জন্য তিনি ৩নং দিঘীরপার পুর্ব ইউপির আনসারদের প্রতি আহবান জানিয়েছেন। সমাবেশ শেষে কাজের দতা সরুপ সফল আনসার দলনেতা ও সদস্যদেরকে পুরস্কৃত করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়