Friday, March 3

সৌদির কাছে ভূখণ্ড বিক্রি মালদ্বীপের, চিন্তায় ভারত

সৌদির কাছে ভূখণ্ড বিক্রি মালদ্বীপের, চিন্তায় ভারত

কানাইঘাট নিউজ  ডেস্ক: সৌদি আরবের নিকট মালদ্বীপের ভূখণ্ড বিক্রি করার সিদ্ধান্তে চিন্তিত ভারত।

প্রধানমন্ত্রী হয়ে মালদ্বীপ ছাড়া প্রতিবেশী সব দেশেই সফর করেছিলেন নরেন্দ্র মোদি। কারণ এই দ্বীপদেশে ভারতের হস্তক্ষেপও রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। তাই মোদির নীতি হল, দূর থেকে পরিস্থিতির দিকে নজর রাখা। কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীকে দিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

এখন সে কাজ করছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এমজে আকবর। গত মাসে মালদ্বীপে গিয়ে আকবর বলেছেন, ‘‌সুস্থির, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মালদ্বীপ চায় ভারত। সেদেশের মানুষের আশা আকাঙ্খা পূর্ণ করতে পাশে রয়েছে দিল্লি।’‌ এই অবস্থায় সৌদি আরবকে ভূখণ্ড বিক্রি চিন্তায় রেখেছে ভারতকে।

মালদ্বীপের বিরোধী দল মালডিভিয়ান ডেমাক্রাটিক পার্টির (‌এমডিপি)‌ পক্ষে বলা হয়েছে, দেশে ওয়াহবি মতবাদের প্রসার ঘটাতেই ২৬টি ভূখণ্ডের মধ্যে ফাফু দ্বীপ ‘‌বিক্রি’‌ করা হবে সৌদিকে। চুক্তি চূড়ান্ত করতে সৌদির রাজা সালমান বিন আবদুলাজিজ আল সৌদ খুব শিগগিরই মালদ্বীপে আসছেন।

এমডিপি নেতা তথা প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আহমেদা নাসিদ বলেছেন, ভূখণ্ড বিক্রি নিয়ে দেশের জনগণের মতামত তোয়াক্কা করছে না সরকার। কারণ, বিদেশিদের কাছে জমি বিক্রিকে ভাল চোখে নেন না দেশবাসী। এটা বিশ্বাসঘাতকতার সমতুল্য। আগে এই অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু ২০১৫ সালে সংবিধান সংশোধন করে বিদেশিদের কাছে জমি বিক্রির অনুমতি দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়